কেন জার্মান শিখবেন ? তার ৭ টি (কিছুটা অযৌক্তিক) কারন জেনে রাখুন
এটা সবাই জানে যে জার্মান শেখা কর্মজীবনে অনেক সাহায্যকারী হতে পারে, যেহেতু জার্মানি অর্থনীতিতে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম। আমরা সবাই জানি যে জার্মান সাহিত্য, চলচ্চিত্র, বিজ্ঞান ও দর্শন অনেক প্রাচুর্যপূর্ণ। এখানে সাতটি কিছুটা ভিন্ন কারণ দেয়া হলো, কেন আপনার জার্মান শেখা উচিৎ।
১. Walkürenritt বেল্ট আউট মোটরসড়কে:
Daa-da-da-da-da-DAA-da, da-da-da-DAA-da, da-da-da-DAAA….!
Wagner’s Ride of The Valkyries ইন্সট্রুমেন্টাল ভার্সনে সাধারণত গড়ে তিন মিনিটের দৈর্ঘ্যে শোনা যায়। কিন্তু আপনি জানেন, মূল সুর পুরো অপেরার একটি অংশ,যা গানের কথার সঙ্গে মিলে সম্পূর্ণ হয় ? পরবর্তী সময়,রেডিওতে গান শুনে শুধুমাত্র গুন গুন করার পরিবর্তে, কেননা গান এর শব্দ গুলো শিখে ফেলেন? যেন শোনার সময় মজা করতে পারেন।এখানে এটা কেমন শোনাবে তা দেয়া হলো।
২.প্রফেশনাল দের মত বীয়ার অর্ডার করা:
জার্মানিতে প্রায় ৫০০০ বিভিন্ন ধরণের বিয়ার আছে। অবশ্য আপনি, শেলফে রাখা একটি বোতলের দিকে নির্দেশ করতেও পারেন। তবে কিছু মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী জার্মান বিয়ার অর্ডার করে থাকেন, এটি কৌশল অনুযায়ী অর্ডার করলে আনুপাতিক হারে বেশী পাওয়া যায়।
Bock এবং Doppelbock মধ্যে পার্থক্য যেনে আপনি শুধুমাত্র আপনার বন্ধুদের ইমপ্রেস করতে সক্ষম হবেন তা না, বরং আপনার উপর সন্দেহাতীত আস্থা জন্মাবে “Null Fünfer Kristall vom Fass” বলে অর্ডার করতে পারার কারনে।আপনার সম্ভাব্য জার্মান প্রেমিক বা প্রেমিকাকে দেখাতে চান যে আপনি আপনার বাড়ির কাজ করছেন? তাহলে জার্মান পদ্ধতিতে বিয়ার অর্ডার করা শিখে ফেলুন!
৩. অপ্রস্তুত মুহূর্তে গ্যাটে আবৃতি করা:
ইংরেজদের কাছে যেমন শেক্সপীয়ার ঠিক তেমনি জার্মানদের কাছে গ্যাটে। সবাই জানে যে নিজেদের জাতীয় কবি সম্পর্কে তাদের কিছু জানা উচিত,মুল কবিতা থেকে কিছু উক্তি জানা, বেশীরভাগ মানুষ মুল কবিতা সম্পরকে ধারণা রাখে না, যা খুবই ভাল, কারন এর মানে আপনাকে মুল কবিতা পড়তে বা বুঝতে হবে না, বিশেষ কিছু লাইন মনে রাখলেই হবে।
অতএব, শিখে ফেলুন কিভাবে উদারভাবে গ্যাটে এর মহাগ্রন্থ Faust থেকে উক্তি বলতে হয়, যখনই এবং যেখানেই সুযোগ পাওয়া যায় ওগুলো উপস্থাপন করতে শিখুন।মন থেকে উচ্ছাস প্রকাশের জন্য „Das also war des Pudels Kern!“ এর চেয়ে পারফেক্ট কিছু নাই, আশ্চর্য কোন মুহূর্তে বলার মত এবং জার্মান সংস্কৃতি আপনার কাছে গ্রিকের মত নয়, তা দেখানোর জন্য।
এবং এমনকি আপনার „Heinrich! Mir graut’s vor dir“ যদি পরিস্থিতির না মিলে, কিছু মনে না করে- শুধু এটা গ্যাটে এর Faust থেকে বলে ফেলুন এবং তাত্ক্ষণিক সম্মান আপনার।
৪. পারদর্শী হয়ে উঠুন Currywurst কৌশলে:
Currywurst বিখ্যাত একটি সসেজ , যে জার্মান রাজধানী পরিদর্শন করেছে সে কখনও এটি অবজ্ঞা করতে পারবে না। এই স্থানীয় খাবার এর উদ্ভাবন অন্য কোন জলখাবার এর চেয়ে বার্লিনের ইতিহাস বেশী প্রতিফলিত করে : ১৯৪৯ সালে Herta Heuwer নামের এক মহিলা ব্রিটিশ সৈন্যদের কাছ থেকে কেচাপ, ওরচেস্টারশায়ার সস এবং কারি পাউডার প্রাপ্তির পর এটি তৈরি করে।
Currywurst অর্ডার করার নিয়ম বিয়ারের মতই : আপনি এটা জার্মানে করতে পারলে আপনি বোনাস হিসেবে সংস্কৃতিক পয়েন্ট পাবেন এবং ইচ্ছামত আপনার রন্ধনসম্পর্কীয় পছন্দ জানিয়ে অর্ডার করতে পারবেন।উদাহরণস্বরূপ, আপনি কিভাবে এটি চান “MIT Darm” বা “Ohne Darm”, “MIT Pommes”, “Ohne Pommes” এবং আপনি কি এটির উপরে “rot-weiß” নিতে চান কিনা?
প্রো-টিপ: আপনি একবার আপনার Currywurst অর্ডার করার দক্ষতা অর্জন করে ফেলার পর, বার্লিনের ঐতিহ্যবাহী খাবার Döner Kebap অর্ডার করা শিখুন আর “Knoblauch” ও “Kräuter” এবং “scharf” মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য সম্পর্কে জানুন।
৫. আপনার নিজস্ব যৌগিক বিশেষ্য উদ্ভাবন করুন:
সবাই শুধু জার্মান যৌগিক বিশেষ্য ভালবাসে, এই শব্দগুলো সর্বত্র চলে এবং আমলা ও কেরানি সবাই শব্দ গুলোকে ভালবাসে। সেগুলো কার্যকারী, সুনির্দিষ্ট এবং কোন বিধিনিষেধ নাই কতগুলি শব্দ আপনি একসাথে যুক্ত করবেন তার উপর। সবচেয়ে কুখ্যাতটি হল এটি।
Donaudampfschiffahrtsgesellschaftskapitän চমৎকার না? কিন্তু মাথা খারাপ করে চুল ছিঁড়তে যেও না!
আপনি যখন শিখে যাবেন যে এই বিশাল শব্দ কিভাবে পড়তে হবে ,তখন আর এত বড় শব্দ দেখে ভয় পাবেন না বরং এটা একটা মজার বিষয় হয়ে উঠবে। তাই নিজে নিজে শব্দ তৈরি করে এর মজা নিতে শিখুন।
উদাহরণস্বরূপ, শুধুমাত্র আপনার কলমকে “Stift” না বলে “Handschreibwerkzeug” বলুন। আপনার জুতা (“Schuhe”) হয়ে যেতে পারে “Hochwertslederschuhwerk”। আপনার প্রেমিকা (“Freundin”) হয়ে যেতে পারে “Lebensgefährtin” এভাবেই মজার সব শব্দ বানাতে থাকুন।
৬. সবশেষে Jägermeister উচ্চারণ করতে শিখুন:
সবাই গাঢ় এবং এলকোহলিক digestif পছন্দ করে, লোয়ার স্যাক্সনি এটি প্রথম ১৯৩৫ সালে বাজারে নিয়ে আসে।এটি একটি আন্তর্জাতিক ড্রিংকের চেতনা হয়ে উঠে এবং বিশ্বব্যাপী অনেক খেলার ইভেন্ট স্পন্সর করে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে Jägermeister হেভি মেটাল ব্যান্ড এবং রক ব্যান্ডের প্রচারের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
কিন্তু আমেরিকান headbangers এই ভেষজ স্বাদযুক্ত ড্রিংকের শট যতটা উপভোগ করে , ততটাই এর সঠিক উচ্চারণ অধিকাংশ মানুষ নিছক রহস্য করে। যাইহোক, আপনি জার্মান শেখার সময় যদি Umlauts এবং এর সঠিক উচ্চারণ কৌশল শিখে থাকেন তাহলে এটি উচ্চারণ করা কোন বড় ব্যাপার না।
৭. জার্মান ভাষার বিদেশী শব্দের আসল অর্থ জানুন:
অনেক জার্মান শব্দ দৈনন্দিন ইংরেজিতে ভালমত ব্যাবহৃত হয়। যেমন সর্বব্যাপী ব্যাবহৃত “Kindergarten“ সবচেয়ে পছন্দের “Schadenfreude” বা শৈল্পিক “Wanderlust“ ।এই জার্মান বিদেশী শব্দের প্রায়গুলো যৌগিক বিশেষ্য এবং যে সেগুলিকে প্রাথমিক অংশে আলাদা করতে পারবে সে অনেক বেশি সূক্ষ্ম অর্থের মজা উপভোগ করতে পারবে।
জার্মান শেখার ক্ষেত্রে আপনার প্রিয় ব্যক্তিগত কারণেগুলো কি ? নীচে মন্তব্য করে সেগুলো আমাদের জানান।.
সুত্রঃ learnoutlive.com
অনুবাদকঃ সাজেদুর রহমান, রাজশাহী।
Latest posts by Shafiq Rahaman (see all)
- জার্মানিতে উচ্চশিক্ষা বিসাগ তথ্যশালা ধানমন্ডি লেক। ১২ই আগস্ট, ২০১৭। - August 5, 2017
- ডয়েচে ব্যাংকের ব্লক একাউন্ট ওপেনিং ফর্ম পূরণে ব্যাংক স্টেটমেন্ট বিভ্রান্তি নিয়ে কিছু তথ্য! - September 4, 2016
- ভিসা ইন্টারভিউ অভিজ্ঞতা। শাহী রায়হান সাজু, ২০১৬ - August 31, 2016