কারপুলিং বা মিটফাহরগেলেগেনহাইট বা মিটফার একটি জনপ্রিয় কমিউনিটি সার্ভিস। ইউরোপে গাড়ীর মালিকরা দুইটি উদ্দেশ্যে সহযাত্রী নেয়। সামাজিক দায়বদ্ধতা ও তেলের খরচ পুষিয়ে নেয়া। তুলনামূলকভাবে এটি ট্রেন বা বাস সার্ভিসের চেয়ে সস্তা।
কিভাবে নিবেন এই সার্ভিস?
ধাপ ০১: অনুসন্ধান
http://www.mitfahrgelegenheit.de/
উপরের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে বা না করেও সার্চ করা যায়। সার্চ অপশনে গিয়ে পছন্দসই বাহন বা সময় অনুযায়ী খুঁজতে পারেন। কত জন যেতে পারবে, ভাড়া কত ইত্যাদি ইত্যাদি। এইওয়েবসাইট ছাড়াও ফেসবুকে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিটফার পেজ থাকে। এক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগাযোগে ভাষাগত সমস্যা হবে না।
ধাপ ০২: যোগাযোগ
মোবাইল নম্বর বা ম্যাসেজ দুই অপশন থাকতে পারে। মোবাইলে কল করার আগে দেখে নিন, কল করতে নিষেধ করেছে কিনা। এক্ষেত্রেএসএমএস সবচেয়ে ভাল অপশন। চেষ্টা করুন জার্মানে, ইংরেজিতেও খুব একটা অসুবিধা নেই। তবে এক দুই লাইনে জানিয়ে দিন যে আপনি আন্তর্জাতিক ছাত্র এবং এখানে নতুন।
ধাপ ০৩: কনফারমেশন ও পেমেন্ট
ফিরতি এসএমএসে আপনাকে মিটআপ স্থান ও সময় জানিয়ে দিবে। চেষ্টা করবেন দশ মিনিট আগে উপস্থিত থাকতে। অনেকে গাড়ীতে ক্যাশ পেমেন্ট নেন। কোন কোন ব্যক্তি পে-পাল বা ক্রেডিট কার্ডে এডভান্স পেমেন্ট চায়।
সর্বোপরি, বাংলাদেশের মত গাড়ীতে জোরালো আড্ডা আশা করা ভুল হবে।
গাড়ী নেই তবুও!! সার্ভিস প্রদান!!!
গাড়ী নেই তো কি হয়েছে? আপনিও সার্ভিস অফার করতে পারবেন। ধরুন ছুটির দিনে আপনি হামবুর্গ থেকে বার্লিন যাবেন। কেটে ফেলুন গ্রুপ টিকেট। ৪২ ইউরোতে ৫ জন জার্মানীর যেকোন দূরত্বে যেতে পারবেন। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে বাকী ৪ জনের অফার পোষ্ট করুন। মাত্র ৮ ইউরোতে বার্লিন চলে এলেন!!!
তো এবার ঘুরতেই থাকুন। আপনার ভ্রমনহোক আনন্দময়
=========================
লেখকঃ আল আমিন, হামবুর্গ।
Latest posts by BSAAG Germany (see all)
- ভলান্টিয়ার প্রোফাইল – ফাহমিদা ইয়াসমিন - September 14, 2014
- ভলান্টিয়ার প্রোফাইল – আরিফুল ইসলাম - September 13, 2014
- ভলান্টিয়ার প্রোফাইল – আদনান সাদেক - July 12, 2014