জার্মানিতে জনসংখ্যা বৃদ্ধি: কারো স্বস্তি, কারো শঙ্কা
জন্মহার বাড়ছে না, কিন্তু বেড়ে চলেছে জনসংখ্যা৷ হ্যাঁ, জার্মানিতে এমনটিই ঘটছে৷ আর তাতে এখন কোনো সমস্যা না হলেও, হতেই বা কতক্ষণ! স্পেনের অবস্থা দেখলে দুশ্চিন্তা দূরে রাখাও যে ‘অসম্ভব’৷

বরং জার্মানিতে কেউ কেউ ভাবছেন অভিবাসীদের উপযু্ক্ত মর্যাদা দেয়া হচ্ছে কিনা – এ বিষয়টি নিয়ে৷ দৈনন্দিন জীবনে খুব চোখে পড়ার মতো মর্যাদাহানিকর ঘটনা অভিবাসীদের বেলাতেও জার্মানিতে ঘটে না বললেই চলে৷ কিন্তু কিছু যে ঘটে, তা নিয়ে খোদ জার্মানদেরই কেউ কেউ চিন্তিত৷ অফিস-আদালতে কোনো কাজে গেলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অভিবাসিদের – এ বিষয়টি বেশ পীড়া দেয় জনসংখ্যা ও উন্নয়ন বিভাগের স্টেফান কনহার্টকে৷ তিনি মনে করেন, জার্মানরা যে অভিবাসীদের খোলা মনে মেনে নিচ্ছে না – এ সত্যই বেরিয়ে আসছে এমন আচরণ থেকে৷ অতীতে জার্মানরা যে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘‘জার্মানদের উচিত এ মানসিকতায় পরিবর্তন আনা৷” [youtube_sc url=”https://www.youtube.com/watch?v=zjfnLIJnlT4″] অভিবাসীদের ব্যাপারে জার্মান সরকারের দৃষ্টভঙ্গিরও পরিবর্তন চান অনেকে৷ কনহার্ট তাঁদের সঙ্গে একমত৷ বিশেষ করে শুধু প্রকৌশলী, চিকিৎসক বা সেবিকার মতো পেশাজীবীদেরই আসতে দেয়া আর বাকি সবার ব্যাপারে জার্মান সরকারের অনাগ্রহকে তাঁর কাছেও অযৌক্তিক মনে হয়৷ তিনি মনে করেন, স্বাস্থ্যসেবা খাতের অন্য পদগুলোতেও অভিবাসীদের কাজ করার সুযোগ দেয়া উচিত৷ অবশ্য এভাবে ঢালাওভাবে বিদেশিদের কাজ করতে দিলে নতুন সমস্যা দেখা দেয়ার আশঙ্কাও আছে৷ আশঙ্কাটা একেবারে অমূলক হলে তো এখন আর কাজের আশায় স্পেন থেকে শত শত মানুষ জার্মানিতে পাড়ি জমাতো না৷ কয়েক বছর আগে স্পেনকেও উন্নত জীবনযাপনের আদর্শ ঠিকানা ভাবতেন অনেকে৷ হাজার হাজার অভিবাসীকে তখন কাজের সুযোগ করে দিয়েছে স্পেন সরকার৷ তাঁদের কাজ হয়েছে৷ তাঁদের অনেকেই পেয়েছেন বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি৷ কিন্তু স্পেনের তরুণদের মধ্যে বেকারত্ব বেড়েছে দিন দিন৷ এখন সেখানকার অবস্থা এতটাই সঙ্গিন যে সেই স্পেনের মানুষদেরই কাজের সন্ধানে এবার আসতে হচ্ছে জার্মানিতে৷ জার্মানিতে অবশ্য খুব তাড়াতাড়ি এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই৷ যদি হয়ও, জার্মানদের আগে ঝড়টা হয়তে যাবে অভিবাসীদের ওপর দিয়েই৷ [youtube_sc url=”https://www.youtube.com/watch?v=g7LN_M1vePE”] Source: dw.de
Latest posts by BSAAG Germany (see all)
- ভলান্টিয়ার প্রোফাইল – ফাহমিদা ইয়াসমিন - September 14, 2014
- ভলান্টিয়ার প্রোফাইল – আরিফুল ইসলাম - September 13, 2014
- ভলান্টিয়ার প্রোফাইল – আদনান সাদেক - July 12, 2014