জার্মান ভাষা শেখার কিছু Tips
Contents
- 1 জোরে বলুন:
- 2 ঘরের সব কিছুর উপর জার্মান নাম লিখুন:
- 3 শিশুদের বই এবং কমিক পড়ুন:
- 4 বাজারের ফর্দ লিখুন জার্মান ভাষায়:
- 5 ভাষা ‘পার্ফেক্ট’ হওয়া অবধি অপেক্ষা নয়:
- 6 জার্মান রেডিও শুনুন:
- 7 একজন জার্মানকে খুঁজে নিন:
- 8 রান্নায় জার্মান রেসিপি ব্যবহার করুন:
- 9 আপনার পরিচিত বইয়ের জার্মান সংস্করণ পড়ুন:
- 10 জার্মান গান শুনুন, বোঝার চেষ্টা করুন:
- 11 জার্মান সিনেমা, টিভি দেখুন:
নতুন একটা ভাষা শিখতে অনেক সময় লাগতে পারে৷ দেখা যায় অনেকে একারনে হতাশ হয়ে পড়েন৷ তবে সাধারন কিছু নিয়ম কানুন মেনে চললে সেটা আরো সাবলীল হয়। দেখুন কিছু সহজ উপায় যেটা শুধু জার্মান নয় অন্য যে কোনো নতুন ভাষা শিখতে আপনাকে সাহায্য করবে-
জোরে বলুন:
নতুন একটি ভাষায় কথা বলা অনেক কঠিন, কেননা শুধু শিখলে হয় না শেখার সঙ্গে সঙ্গে সেটা ব্যবহারও করতে হয়৷ তাই প্রচুর চর্চা করতে হবে৷ আপনার যদি জার্মান বলার কোনো সঙ্গী না থাকে তাহলে নিজেই জোরে জোরে নিজের সঙ্গে জার্মান ভাষায় কথা বলুন৷
ঘরের সব কিছুর উপর জার্মান নাম লিখুন:
গৃহস্থালির জিনিসপত্রের উপর ছোট ছোট কাগজ সেঁটে দিন যার উপরে যেসব জিনিসের জার্মান নাম লেখা থাকবে৷ ভাষা শেখার এটা একটা সহজ উপায়৷ চাইলে সেগুলো ‘ডিফেনেট’ নাকি ‘ইনডেফিনেট’ নাউন তাও উল্লেখ করে দিতে পারেন৷
শিশুদের বই এবং কমিক পড়ুন:
জার্মান ভাষায় লেখা শিশুদের বই এবং কমিকগুলো সাধারণত সহজবোধ্যভাবে লেখা হয়৷ তাতে অনেক ছবিও থাকে৷ যাঁরা ভাষা শিখতে সবে শুরু করেছেন, তাঁদের জন্য এটা বেশ কার্যকর উপায়৷
বাজারের ফর্দ লিখুন জার্মান ভাষায়:
জার্মান শব্দ শেখার এবং মনে রাখার এক উপায় হতে পারে বাজারের ফর্দ সে ভাষায় লিখলে৷ এটা কার্যকর এ জন্য যে এ সব শব্দ প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে আপনার ব্যবহার করতে হতে পারে৷
ভাষা ‘পার্ফেক্ট’ হওয়া অবধি অপেক্ষা নয়:
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যা বলতে চাচ্ছেন, তা অন্যরা বুঝতে পারছে কিনা৷ আর এর অর্থ এই নয় যে আপনার প্রতিটি একেবারে ব্যাকারণের নিয়ম মেনে সঠিক হতে হবে৷ আর ‘নাউন’ বা বিশেষ্যের ‘আর্টিকেল’ আপনি সঠিকভাবে বলতে না পারলে তাতে বড় কোনো ক্ষতির শঙ্কাও নেই৷ তাই ভাষা বলার চেষ্টা করুন৷
জার্মান রেডিও শুনুন:
আপনি যখন ভাষা শিক্ষায় নতুন, তখন হয়ত জার্মান রেডিও শুনে কিছুই বুঝতে পারবেন না৷ তবে যত বেশি শুনবেন ততই ভাষাটির সঙ্গে আপনার সখ্যতা বাড়বে৷ মোটামুটি যাঁরা জার্মান জানেন তাঁরা ভাষার উন্নতির জন্য নিয়মিত রেডিও শুনতে পারেন৷
একজন জার্মানকে খুঁজে নিন:
ভাষা শেখার অন্যতম ভালো উপায় হচ্ছে সেই ভাষাভাষী একজনকে খুঁজে নেয়া যার সঙ্গে আপনি নিয়মিত কথা বলতে পারবেন৷ পশ্চিমা সমাজে ‘টানডেম পার্টনার’ পাওয়া যায় যাঁরা একে অপরকে ভাষা শিখতে সহায়তা করেন৷ চুক্তিটা এমন, আপনি একজন জার্মানকে বাংলা শেখাবেন, আর সে আপনাকে জার্মান শেখাবে৷
রান্নায় জার্মান রেসিপি ব্যবহার করুন:
রান্নায় মানে শুধু এই নয় যে আপনি আপনার দিনের আহার তৈরি করছেন৷ এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশও৷ বিভিন্ন খাবারের জার্মান নাম জানতে তাই জার্মান রেসিপি ব্যবহার করতে পারেন৷
আপনার পরিচিত বইয়ের জার্মান সংস্করণ পড়ুন:
আপনার প্রিয় বইটি হচ্ছে অনেকটা আপনার হাতের উল্টো পিঠের মতো যার সবকিছু আপনি জানেন, তাই না? তাই এই বইয়ের জার্মান সংস্করণ যখন আপনি পড়বেন, তখন তা বুঝতে সুবিধা হবে৷
জার্মান গান শুনুন, বোঝার চেষ্টা করুন:
সংগীত মানুষকে আবেগী করে তোলে এবং একে অপরের মাঝে সেতু তৈরি করে দেয়৷ তবে এটি ভাষা শিখতেও সহায়ক৷ ডয়চে ভেলের এ সংক্রান্ত একটি অনুষ্ঠানও আছে৷ সেটি পেতে ছবির নীচে ডান পাশে ‘আরো’ লেখায় ক্লিক করুন৷
জার্মান সিনেমা, টিভি দেখুন:
ভাষা শেখা এবং বিনোদনের এক উপায় এটি৷ অনেক ছবি বা টিভি অনুষ্ঠান ‘সাবটাইটেলসহ’ থাকে, ফলে তা সহজে বোঝা যায়৷ ডয়চে ভেলের জার্মান ভাষা শিক্ষা প্রকল্পের আওতায় একটি নাটক তৈরি করা হয়েছে যা আপনাকে সহায়তা করতে পারে৷ সেটি পেতে ‘আরো’ লেখায় ক্লিক করুন৷
সংকলনঃ শফিক রহমান
তথ্যসূত্রঃ ডয়েছে ভেলে বাংলা।
Latest posts by Shafiq Rahaman (see all)
- জার্মানিতে উচ্চশিক্ষা বিসাগ তথ্যশালা ধানমন্ডি লেক। ১২ই আগস্ট, ২০১৭। - August 5, 2017
- ডয়েচে ব্যাংকের ব্লক একাউন্ট ওপেনিং ফর্ম পূরণে ব্যাংক স্টেটমেন্ট বিভ্রান্তি নিয়ে কিছু তথ্য! - September 4, 2016
- ভিসা ইন্টারভিউ অভিজ্ঞতা। শাহী রায়হান সাজু, ২০১৬ - August 31, 2016