• Home »
  • BSAAG »
  • সেমিনার সামনে রেখে চলছে জোর প্রস্তুতি

সেমিনার সামনে রেখে চলছে জোর প্রস্তুতি

 

জার্মানিতে অবস্থানরত বাংলাদেশীদের সংগঠন বিসাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার এবং কর্মশালা। আর এই আয়োজনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিসাগের তরুন স্বেচ্ছাসেবী দল। বিভিন্ন বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করতে এবং নিজেদের কাজের অগ্রগতি তুলে ধরতে চলছে একের পর এক সভা। এরই ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবীদের দ্বিতীয় প্রস্তুতি সভা। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা।

meeting_1212_2

 

সকাল ১১টার মধ্যে সবার উপস্থিত থাকার কথা ছিল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। তবে শীতের সকালে ঘুমের আড়মোড়া ভেঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই আসতে না পারলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একে একে হাজির হতে থাকে সবাই।

নির্ধারিত সময়ে শুরু হয় সভার কার্যক্রম। সভায় নিজেদের কাজের বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন সেচ্ছাসেবীরা। সেমিনারের ভেন্যু সংক্রান্ত নানা বিষয় আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। এছাড়াও সেমিনারের আনুষঙ্গিক আরও কিছু বিষয় নিয়েও সভায় আলোচনা করা হয়েছে যার মধ্যে আছে স্টল তৈরি, সেমিনারের প্রচারণা প্রভৃতি বিষয়ও। আলোচনা হয়েছে মূল অনুষ্ঠান সঞ্চালনার বিষয়েও।

meeting_1212_3

আয়োজক দলের পক্ষ থেকে সেমিনারের ভেন্যু বিষয়ক নানা অগ্রগতির কথা সবার সামনে তুলে ধরেন আসাদ ভাই। তাঁর সহযোগী হিসেবে থাকা আরিফ ভাই, রুহুল ভাই কিংবা জাহিদ ভাইও থেমে নেই। সমান তালে সবাই কাজ করে যাচ্ছেন। অন্যদিকে গ্রাফিক্স টিমের দায়িত্বপ্রাপ্ত মিথুন ভাই ব্যস্ত সময় কাটাচ্ছেন সেমিনারের ব্যানার, পোস্টার প্রভৃতি ডিজাইন নিয়ে। সভায় এসে তিনি জানালেন তাঁর কাজের কথা। মিথুন ভাইকে ডিজাইনের কাজে সহযোগিতা করছেন নওশিন আপু এবং রাব্বি ভাই। প্রচারনা দলের হয়ে আমি এবং মনজিত ভাই ইভেন্টের বিবরণ থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে প্রচারণার বিষয়ে কাজ করে যাচ্ছি।

meeting_1212_4

সবগুলো দলের সমন্বয়ক হিসেবে বেশ ব্যস্ত সময় পার করছেন রানা ভাই। টি-শার্ট তৈরি থেকে শুরু করে সেমিনারের ভেন্যু নির্বাচন, সবখানেই আছেন রানা ভাই।

সুদূর জার্মানি থেকে সকল কাজের ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখা এবং দিকনির্দেশনা দেওয়ার কাজটি করে যাচ্ছেন আমাদের আদনান ভাই। কোন কাজটি কখন এবং কিভাবে করলে ভালো হবে, এসব নির্দেশনা নিয়মিতই পাচ্ছি তাঁর কাছ থেকে।

আলোচনা যখন প্রায় শেষ, তখন পড়ন্ত বিকেল। সেদিনের মত সভার ইতি টেনে সবাই তখন পা বাড়িয়েছেন বাড়ির উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে সবাই আবারও ব্যক্ত করেছেন একটি সফল কর্মশালা আয়োজনের কথা।

 

জয়তু বিসাগ…

Print Friendly, PDF & Email