• Home »
  • BSAAG »
  • বিসাগ নিউজলেটার – মে ২০১৩

বিসাগ নিউজলেটার – মে ২০১৩

 

দেখতে দেখতে আরেকটি মাস শেষ হয়ে গেলো। আশা করি সবার বেশ ভালো সময় গিয়েছে। জার্মানিতে উইন্টার সেমিস্টার ’২০১৩ এর জন্য এপ্লিকেশন ডেডলাইনও প্রায় শেষের পথে। অনেকেই এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছেন। তাদের বলবো দেরী না করে দ্রুত ভিসা এর কাজ শুরু করে দিতে। আর বাসা খোঁজা শুরু করে দেওয়া উচিত অবশ্যই।

আর যাদের এখনও ভর্তি নিশ্চিত হয়নি, আমারা তাদের একটু ধৈর্য্য ধরতে অনুরোধ করবো। এবং অবশ্যই নিয়মিত বিশ্ববিদ্যালয় এর সাথে ইমেইল এর মাধ্যমে যোগাযোগ রাখবেন। সবার জন্য শুভ কামনা থাকলো।

সাভার ট্র্যাজেডি নিয়েও কাজ করছি আমরা। বিস্তারিত পাবেন এই সংখ্যায়। বাংলাদেশের সকল মানুষ নিরাপদে থাকুক এই প্রত্যাশাই করছে বিসাগ পরিবার।

আমাদের মে মাসের নিউজলেটার উৎসর্গিত থাকল আমাদের সব মা’দের জন্য। ধন্যবাদ মা তোমাদেরকে, এই মায়াময় পৃথিবীর আলোতে আমাদের আনন্দ স্নান করার সুযোগটুকু দেবার জন্য।

বিসাগ নিউজলেটার ভলান্টিয়ার টিম
আদনান সাদেক, স্টুটগার্ট
রশিদুল হাসান, আখেন
রাহুল দেওয়ান, স্টুটগার্ট
হোসাইন মোহাম্মাদ তালিবুল ইসলাম, ফ্রাঙ্কফুর্ট
১২ই মে ২০১৩, ২৯শে বৈশাখ ১৪২০।

ডাউনলোড লিঙ্ক

Download (PDF, Unknown)

ডাউনলোড লিঙ্ক

Print Friendly, PDF & Email