• Home »
  • BSAAG »
  • বিসাগ নিউজলেটার – জুন ২০১৩

বিসাগ নিউজলেটার – জুন ২০১৩

 

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, আমাদের ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা দশ হাজার অতিক্রম করেছে। অভিনন্দন সবাইকে। এই পথ পরিক্রমায় যারা প্রতিনিয়ত আমাদের উৎসাহ যুগিয়েছে তাদের জানাতে চাই আন্তরিক কৃতজ্ঞতা। এই পথচলা সহজ হতো না, যদি না সবাই আমাদের সাথে থাকত, সবসময়ই।

এইবারের ম্যগাজিনে রয়েছে এজেন্সির ভেতরের কাহিনী নিয়ে তৃতীয় পর্ব এবং অন্যান্য নিয়মিত আর্টিকেল।

কেউ জার্মানিতে যদি আসতে চাও, এবং সফল হতে চাও, তাহলে সবচেয়ে বড় যে ব্যপারে তোমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে সেটা হল, নিয়মাবলী অনুসরণ করে চলা, সেটা পড়াশোনা থেকে শুরু করে রাস্তা পার হওয়া পর্যন্ত সবকিছু। এই দেশে সবকিছু একটা নির্দিষ্ট নিয়মের আওতায় পড়ে এবং দেশের প্রায় সব নাগরিক সেই নিয়মগুলো প্রায় পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলে। আমরা যদি এই সামান্য ফোরামের নিয়ম মেনে প্রশ্ন করতে না পারি, তাহলে এই দেশে এসে তোমাদের কাছে জীবনযাপন পরবর্তিতে অসম্ভব কঠিন মনে হবে। বিসাগের গ্রুপের এই নিয়মগুলো করা হয়েছে যাতে সবাই একটু সচেতন হয়, তোমাদের ভালোর জন্যই। যারা প্রশ্ন করে অপেক্ষা করছ, আবার কষ্ট করে উপরের ডক ফাইলের নিয়মগুলো পড়ে আরেকবার প্রশ্ন করে দেখতে পার, নিশ্চয় উত্তর পাবে।

আমরা আশা রাখছি, সবার সার্বিক সহযোগিতায় আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

ধন্যবাদ।

বিসাগ নিউজলেটার ভলান্টিয়ার টিম

আদনান সাদেক, স্টুটগার্ট
রশিদুল হাসান, আখেন
রাহুল দেওয়ান, স্টুটগার্ট

তাউসিফ, ডার্মস্টাড
হোসাইন মোহাম্মাদ তালিবুল ইসলাম, ফ্রাঙ্কফুর্ট

৩০শে জুন ২০১৩

১৬ই আষাঢ় ১৪২০

ডাউনলোড লিঙ্ক

Download (PDF, Unknown)

ডাউনলোড লিঙ্ক

Print Friendly, PDF & Email