• Home »
  • VISA »
  • ভিসা অভিজ্ঞতা, ২০১৭ঃ নাহিদ হোসাইন খান

ভিসা অভিজ্ঞতা, ২০১৭ঃ নাহিদ হোসাইন খান

 

জার্মানিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রাথমিক যে ধাপগুলি আছে ভিসা ইন্টারভিউ তাদের মধ্যে অন্যতম! এই ধাপটিতে হেয়ালি করলে হয়তো আপনার স্বপ্নের গুড়েবালি হতে খুব বেশি সময় লাগবে না! তাই সময় থাকতে নিজেকে প্রস্তূত করুন। সম্প্রতি যারা ভিসা ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য রইলো শুভকামনা, যারা ভিসা পেয়েছেন তাদেরকে অভিনন্দন, আর যারা নিজেদের প্রস্তূত করছেন তাদের জন্য আজকের এই পোষ্ট-

জার্মান দূতাবাসের সম্ভাব্য প্রশ্নের ধরণ জানাতে Nahid Hossain Khan এর ভিসা ইন্টারভিউ এর প্রশ্নসমূহ নিয়ে সাজানো হয়েছে আজকের পোষ্ট। এটা থেকে শুধু ধারণা নিতে পারেন, এটা ভাবার কোন কারণ নাই যে আপনাকেও এই প্রশ্নগুলো করা হবে!! তাই প্রতিটি প্রশ্ন ভালো করে বুঝে নিজের মত করে উত্তর দিতে হবে।

Nahid Hossain Khan
https://www.facebook.com/plabon.khan

ভিসা ইন্টারভিউ,আগস্ট-২০১৭

ডকুমেন্টস গুলো নিজের হাতেই সাজিয়ে নিতে নিতেই প্রশ্ন শুরু করলেন ভিসা অফিসার (ভোঃ)।

প্রশ্নঃ কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন?
উত্তরঃ আপনি যে ভার্সিটি থেকে অফার লেটার পাবেন/পেয়েছেন নির্ভয়ে তার নাম বলে দিবেন! এই প্রশ্নে আমার উত্তর ছিল, RWTH Aachen University – Electrical Power Engineering. ভোঃ আমাকে অভিনন্দন জানিয়ে এই বলে হেসে দিলেন যে উনিও এই ভার্সিটিতেই পড়াশুনা করেছিলেন।

প্রশ্নঃ আপনার সিজিপিএ কত?
উত্তরঃ আপনার সম্প্রতি শেষ করা পর্যায়ের সিজিপিএ/জিপিএ বলে ফেলেন।

প্রশ্নঃ ব্যাচেলরের থিসিসের টপিক কি ছিল?
উত্তরঃ ব্যাচেলর পর্যায়ে যদি কোন থিসিস করে থাকেন, তাহলে যে শিরোনামের উপর থিসিস করেছেন সেটি বলেন। আর থিসিস না করে থাকলে সেটিও বুঝিয়ে বলবেন।

প্রশ্নঃ মাস্টার্সের কত ক্রেডিটের ও প্রথম সেমিস্টারে কি কি সাবজেক্ট নিবেন?
উত্তরঃ আপনার মাস্টার্সের মোট ক্রেডিট এবং আপনার পছন্দের বিষয় সমূহ বলতে পারেন যা আপনি প্রথম সেমিস্টারে নিতে আগ্রহী।

প্রশ্নঃ কোথায় থাকবেন?
উত্তরঃ জার্মানিতে যেখানে থাকবেন সেই জায়গার নাম বলে দিন। ভার্সিটির হোষ্টেলে ঠাঁই পেলে সেটাও বলতে পারেন।

প্রশ্নঃ কেন এত দূরে বাসা নিলেন?
উত্তরঃ আপনার ক্ষেত্রে এই প্রশ্ন প্রযোজ্য হলে তার যথাযথ কারণ উল্লেখ করুন।

প্রশ্নঃ মাস্টার্সে থিসিস কিসের উপর করবেন?
উত্তরঃ এখানে আপনার পছন্দের বিষয়/শিরোনাম উল্লেখ করতে পারেন।

প্রশ্নঃ পাওয়ার সিস্টেম প্রোটেকশন কোর্সে কি কি পরেছেন?
উত্তরঃ আপনার ক্ষেত্রে এই প্রশ্ন প্রযোজ্য হলে যা যা পড়েছেন একে একে বলতে থাকেন। তবে খুব বেশি বলার দরকার নাই!!

মোটামুটি ভাবে এমনই ছিল আমার ভিসা ইন্টারভিউ। এর পরে ভিসা পাওয়ার সম্ভাব্য দিন সম্পর্কে কিছু কথা হয়েছিল। অর্থাৎ, যদি ভিসা পাই তাহলে আনুমানিক কত দিনের মধ্যে পাইতে পারি তাই আরকি!!

টিপসঃ এম্বাসিতে ভিসা সংক্রান্ত কোন বিষয়ে মেইল করার প্রয়োজন হলে visa@dhak.auswaertiges-amt.de অথবা visa@dhak.diplo.de তে করতে পারেন। দ্রুত উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি।

লেখকঃ নাহিদ হোসাইন খান
বিশোধন এবং বিন্যাসঃ বিপ্লব মিয়া

#BSAAG_VISA_Interview

জার্মানিতে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন বিসাগের ফেসবুক ফোরামেঃ
www.facebook.com/groups/bsaag.reloaded
জার্মান ভাষা অনুশীলন এবং প্রশ্নোত্তের জন্য যোগ দিন ফেসবুকে বিসাগের জার্মান ভাষা শিক্ষা গ্রুপেঃ www.facebook.com/groups/deutsch.bsaag

Print Friendly, PDF & Email