Contents
মোটিভেশন লেটার
মোটিভেশন লেটার সাধারণত স্কলারশিপ বা ফান্ডিং পেতে প্রয়োজন হয়। অনেক সময় মাস্টার্সে ভর্তির জন্যও মোটিভেশন লেটার চাওয়া হয়। এই পত্রের মাধ্যমে তুমি মূলত তোমার নিজের সম্পর্কে বলার পাশাপাশি কেন তুমি নিজেকে স্কলারশিপ বা ফান্ডিং অথবা কোন কোর্সে ভর্তির উপযুক্ত মনে করছ, তার সপক্ষে যুক্তি দাঁড় করাতে হয়। একইসাথে চাকরী বা ইন্টার্নশীপ পেতেও মোটিভেশন লেটার লিখতে হয়।
বিষয়বস্তু:
-
তোমার পূর্ববর্তী শিক্ষা, জ্ঞান, সনদ ইত্যাদি
- কি বিষয়ে কোথায় পড়াশোনা করেছ, কতগুলো সেমিস্টার ছিল, ডিগ্রির নাম ইত্যাদি
- কাজের অভিজ্ঞতা, যদি থাকে
- বিষয়গত বিদ্যা, দক্ষতা (স্কিল), ভাষাগত যোগ্যতা
- পুরষ্কার (এওয়ার্ড), বৃত্তি, সম্মাননা ইত্যাদি
-
একাডেমিক মোটিভেশন
- কেন তুমি এই বৃত্তির বা ভর্তির জন্য আবেদন করছ, এই শিক্ষা তোমার ভবিষ্যতের জন্য কিভাবে কাজে লাগবে, ইত্যাদি।
- তুমি যদি কোন বিশেষ ইউনিভার্সিটি পছন্দ করে থাক, তাহলে সেটার পেছনের কারণগুলো কি কি?
- কেন তুমি জার্মানিতে বা অন্য কোন দেশে পড়তে যেতে চাও?
- উপরোক্ত কারণসমূহ দর্শানোর সময় তোমার ব্যক্তিগত, ক্যারিয়ার ইত্যাদি লক্ষ্যের সাথে কোন সম্পর্ক থাকলে সেটা লিখতে পার।
-
বৃত্তি বা ফান্ডিং আবেদন
- কেন তুমি নির্দিষ্ট কোন বৃত্তি আবেদন করছ?
- তুমি এই বৃত্তি থেকে কি প্রত্যাশা করছ?
- এই বৃত্তি কিভাবে তোমার ব্যক্তিগত বা প্রফেশনাল লক্ষ্য পৌঁছুতে সাহায্য করবে?
-
ব্যক্তিগত তথ্য (Personal Interest)
- তোমার পাঠ্যক্রমের বাইরে অর্জিত বিশেষ কৃতিত্ব তুমি এখানে লিখতে পার। দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ বা কোন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের হয়ে কাজ করা ইত্যাদি অনেক কিছুই এখানে আসতে পারে।
- লেটার অফ মোটিভেশনের দৈর্ঘ্য ১-৩ [ডিন এ-ফোর] পাতার মধ্যে হওয়া উচিত।
মোটিভেশন পত্রের উদাহরণঃ
আদনান সাদেক, ২০১৫
অন্যান্য পর্ব ও লেখকের কথা
Adnan Sadeque
লেখকের কথাঃ
http://bsaagweb.de/germany-diary-adnan-sadeque
লেখক পরিচয়ঃ
http://bsaagweb.de/adnan-sadeque
http://bsaagweb.de/germany-diary-adnan-sadeque
লেখক পরিচয়ঃ
http://bsaagweb.de/adnan-sadeque
Latest posts by Adnan Sadeque (see all)
- জার্মানিঃ “Das Beste, oder nichts” - January 23, 2018
- রান টুয়ার্ড ইউর ফিয়ার - January 22, 2018
- বিসাগ লাইভ ভিডিওঃ জার্মানিতে ব্যাচেলর নিয়ে প্রশ্নোত্তর। - October 3, 2017