জার্মান ভাষার অ… আ… ক… খ… (৩)
Guten tag! Wie geht es ihnen?
আশা করি সবার ডয়েচ চর্চা ভালোই চলছে। এই পর্বে আমরা জার্মান বর্ণমালা কিভাবে উচ্চারণ করতে হয় তাই শিখবো। জার্মান ভাষায় সর্বমোট ২৬ টি অক্ষর রয়েছে। এছাড়াও আরও চারটি অতিরিক্ত অক্ষর জার্মান ভাষায় ব্যবহার করা হয়। কিন্তু এই চারটি অতিরিক্ত অক্ষর জার্মান বর্ণমালার অন্তর্ভুক্ত নয়। জার্মান ভাষার মূল ২৬ টি অক্ষরের সাথে ল্যাটিন বর্ণমালার আকৃতিগত দিক থেকে কোন তফাৎ না থাকলেও উচ্চারণগত দিকে রয়েছে ব্যাপক পার্থক্য। এক নজরে জার্মান বর্ণমালা-
upper case: A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
lower case: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
অতিরিক্ত চারটি অক্ষর-
upper case: Ä Ö Ü ß
lower case : ä ö ü (‘ß’ – এর upper case এবং lower case একই)
Ä,Ö,Ü,ß – এই চারটি অক্ষরের উপর যে দুটি ফোঁটা আছে তাকে “Umlaut” বলে।
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=qAkPnff6_gU”]
জার্মান বর্ণমালা এর উচ্চারণের অডিও শুনতে ক্লিক করুন নিচের লিঙ্কে (soundcloud): https://soundcloud.com/guerrilla-rumi/german-alphabates
উচ্চারণ নিয়ে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন- [youtube_sc url=”http://www.youtube.com/watch?v=Qux2Ts34OdA”]
আপনারা লক্ষ্য করবেন জার্মানরা একটু ভিন্নভাবে “R” উচ্চারন করে। আমি নিজেও এখন পর্যন্ত শুদ্ধভাবে R উচ্চারণ করতে পারি না। সহজে কিভাবে R উচ্চারণ করতে হয় তা শিখতে নিচের ভিডিওটি দেখতে পারেন-
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=u5vAJbpVbX8″]
এবার জেনে নেই Ä Ö Ü ß – এর উচ্চারণ কেমন হবে-
Ä– Head উচ্চারণের সময় আমরা a এর উচ্চারণ যেভাবে করি Ä এর উচ্চারণ ঠিক সেরকমই।
Ö – Blur এর u এর মতো এর উচ্চারণ।
Ü – এর উচ্চারণ ইংলিশ বর্ণমালায় নেই।
ß (এসজেট)- দুটি s একসাথে উচ্চারণ করলে যেমন শোনায় ß এর উচ্চারণ ঠিক তেমনই। যেমন- List এ আমরা s যেভাবে উচ্চারণ করি।
সহজে কিভাবে এই Umlaut গুলো উচ্চারণ করা যায় তা আপনারা এখান থেকে জানতে পারবেন-
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=AanYaNqC_Z0″]
জার্মান বর্ণমালার উচ্চারণ নিয়ে নাসের ভাইয়ের লেখা এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে বলে আশা করছি-
জার্মান বর্নমালা উচ্চারণ পদ্ধতি
লেখকঃ
তাহমীদ জামান খান
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
রাজশাহী, বাংলাদেশ।
Latest posts by Tahmid Khan (see all)
- বাংলাদেশে শীতার্তদের সহায়তায় “বিসাগ” - November 21, 2014
- বিদেশিদের কাছে জার্মানির জনপ্রিয় ১০টি বিশ্ববিদ্যালয় - August 28, 2014
- বন্ধুত্ব!!! - August 1, 2014