• Home »
  • Featured »
  • জার্মানির চাকরির বাজারঃ আপডেট মার্চ, ২০১৫

জার্মানির চাকরির বাজারঃ আপডেট মার্চ, ২০১৫

 

জার্মানির চাকরির বাজার অনেক বছর ধরেই অত্যন্ত শক্তিশালী এবং এই প্রবণতা সাম্প্রতিক রিপোর্টে অক্ষুণ্ণ আছে। জার্মানিতে চাকরি নেই এমন মানুষের সংখ্যা ৭ শতাংশের নিচে। বলা যেতেই পারে, সাম্প্রতিক কালের চাকরির বাজারের রমরমা অবস্থা স্মরনকালের মধ্যে সবচেয়ে ভাল। এই লেখার সকল পরিসংখ্যান জার্মানির সরকারি কর্মসংস্থান ব্যুরোর থেকে সংগ্রহ করা।

গত এক বছরের বেকারত্বের হার এবং সংখ্যা।

 

 

পূর্ব এবং পশ্চিম জার্মানির একটি তুলনা মূলক চিত্র।

 

বেকারত্বের হার তরুণদের (বয়স ২৫ এর কম) মধ্যে খুবই কম (৫ শতাংশের নিচে)

গত দশ বছরের প্রবনতা। পূর্ব জার্মানির বেকারত্বের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। চাকরির জন্য পশ্চিমে যেতেই হবে, এই ধারণা এখন অমূলক।

গত দশ বছরে জার্মানির সামগ্রিক বেকারত্বের হার কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

 

প্রতিবেদনঃ আদনান সাদেক।

Print Friendly, PDF & Email