উচ্চশিক্ষার খরচ উন্নত বিশ্বে সবচেয়ে কম জার্মানিতে
উচ্চশিক্ষার জন্য অনেক গন্তব্যস্থানের মধ্যে জার্মানি এখনো বাংলাদেশের জন্য নতুন একটি নাম্। কেন জার্মানিতে যাব, অন্য অনেক পরিচিত দেশ ছেড়ে – এই প্রশ্নের উত্তরে প্রায় সবাই একমত হবে যে, এর অন্যতম কারণ জার্মানিতে পড়াশোনা করার খরচ অপেক্ষাকৃত কম। তবে অনেকের কাছেই এই অপেক্ষাকৃত কমের ভাল কোন স্ট্যাটিস্টিক নেই।
খুব সম্প্রতি HSBC ব্যাংকের করা একটি তুলনামুলক পরিসংখ্যানে তুলে ধরা হয়েছে উন্নত বিশ্বের ১৩টি দেশে পড়তে আসা বিদেশী
ছাত্রছাত্রীদের জীবনযাত্রা এবং টিউশন ফির খরচের হিসেব। এই পরিসংখ্যান তৈরিতে HSBC কাজ করেছে কানাডার হাইয়ার এডুকেশন স্ট্র্যাটেজি এসোসিয়েট, ডাটা কালেকশন করা হয়েছে প্রায় ১৬০০ শহরের। মোট খরচ হিসেবের জন্য প্রতিটি দেশের সেরা দশটি ইউনিভার্সিটিতে ছাত্রদের গড় টিউশন ফি এবং মাসিক খরচকে রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে। খরচ দেখানো হয়েছে মার্কিন ডলারে, এক বছরের।
- অস্ট্রেলিয়া ৩৮,৫১৬ (টিউশন ফী ২৫.৩৭৫)
- আমেরিকা ৩৫,৭০৫ (টিউশন ফী ২৫.২২৬)
- ইংল্যান্ড ৩০.৩২৫ (টিউশন ফী ১৯.২৯১)
- আরব আমিরাত ২৭.৩৭৫ (টিউশন ফী ২১.৩৭১)
- কানাডা ২৬.০১১ (টিউশন ফী ১৮.৪৭৪)
- সিঙ্গাপুর ২৪.২৪৮ (টিউশন ফী ১৪.৮৮৫)
- হংকং ২২.৪৪৩ (টিউশন ফী ১৩.১৮২)
- জাপান ১৯.১৬৪ (টিউশন ফী ৬.৫২২)
- রাশিয়া ৯.৪৪১ (টিউশন ফী ৩.১৩১)
- চীন ৮, ৬৬৬(টিউশন ফী ৩.৯৮৩)
- তাইওয়ান ৮.২৫৭ (টিউশন ফী ৩.২৭০)
- স্পেন ৭০০৬ (টিউশন ফী ১.০০২)
- জার্মানি ৬,২৮৫ (টিউশন ফী ৬৩৫)
সুত্রঃ www.spiegel.de
আপডেট ডিসেম্বর ২০১৩ সামনের সেমিস্টার থেকে আর কোন স্টেটেই টিউশন ফি থাকছে না।
টিউশন ফি যেহেতু থাকছে না, জার্মানিতে পড়ার জন্য সেক্ষেত্রে বাকি থাকছে শুধুমাত্র দৈনন্দিন জীবিকার খরচ। কেমন খরচ পড়ে জার্মানিতে স্টুডেন্ট হিসেবে, দেখুন এই লেখায়ঃ
উচ্চশিক্ষা ও জীবনযাত্রার খরচের নমুনাচিত্র
আদনান সাদেক, ২০১৩
Adnan Sadeque
http://bsaagweb.de/germany-diary-adnan-sadeque
লেখক পরিচয়ঃ
http://bsaagweb.de/adnan-sadeque
Latest posts by Adnan Sadeque (see all)
- জার্মানির ডায়েরিঃ২৪ “ফিহা এবং কিছু সমীকরণ” - November 30, 2018
- জার্মানির পথেঃ১৬ জার্মানিতে মাইগ্রেশন, আসছে চমকপ্রদ নতুন আইন, ২০১৮ - November 21, 2018
- জার্মানিঃ “Das Beste, oder nichts” - January 23, 2018
I know
please give a changes .I want to study
That means you can study without tuition fee in the rest 13 states of Germany?
nana paper a add asche ” BINA BETONE PORASUNA” a nia kar ki dharona…..