“জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার”বিসাগ সেমিনার,ডিসেম্বর,২০১৭
Contents
বিসাগ সেমিনার – ডিসেম্বর,২০১৭
বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে শিক্ষিত তরুন সম্প্রদায়ের নিকট জার্মানি উচ্চশিক্ষার জন্য একটি লোভনীয় জায়গায় বলে গন্য হচ্ছে।অথচ নিকট অতীতেও জার্মানি সর্ম্পকে আমাদের দেশের উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে এত প্রবল আগ্রহ ও উদ্দীপনা ছিলো না।
পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার বিশেষত আমেরিকা,অস্ট্রেলিয়া,কানাডা,নিউজিল্যান্ডেের প্রতি আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের এক ধরনের দুর্বলতা কাজ করে আসছে বহুদিন ধরে,অথচ জার্মানিতে বিনামূল্যের (বিশেষ কোর্স বাদে) উন্নত শিক্ষা ব্যবস্থা সর্ম্পকে ওয়াকিবহাল ছিলো না আমাদের শিক্ষার্থীরা।জানলেও সেটা ছিলো ধোঁয়াশা ধোঁয়াশা।
উচ্চশিক্ষায় আগ্রহী বিশেষত জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জার্মান শিক্ষাব্যবস্থার সুযোগ সুবিধা জানানোর বেগার অথচ গুরু দায়িত্ব পালন করে আসছে বিসাগ।
বিসাগ সেই ২০১১ সাল থেকে তার প্রতিষ্ঠা লগ্নের শুরু হতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার দিকনির্দেশক হিসাবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।প্রচলিত তথাকথিত এজেন্সি নামক দালাল ও প্রতারণা চক্রের বিরুদ্ধে লড়ে আসছে বিসাগ।
এজেন্সি নামক প্রতারণা চক্রের ফাঁদে পরে সাধারন শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যেই প্রতি মুহূর্তে বিসাগ কাজ করছে।এজেন্সির ধারস্ত না হয়ে শিক্ষার্থীরা নিজেরাই যেন নিজেদের আবেদনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারে সে লক্ষ্য ও উদ্দেশ্য সামনে নিয়ে বিসাগ নিয়মিত ভাবে শিক্ষার্থীদের সচেতনতার জন্য আয়োজন করে আসছে জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিসাগ সেমিনার,জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিসাগ তথ্যশালা,অনলাইন লাইভ প্রশ্নোত্তর সেশন,বিসাগ ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে আর্টিকেল প্রকাশ, ফেসবুকে সরাসরি বিভিন্ন জিজ্ঞাসু প্রশ্নের উত্তর প্রদান করা ইত্যাদি।
এরই ধাবাহিকতায় অনেক প্রতিকূলতা,বাধাবিঘ্ন মোকাবিলা করে প্রতি বছরের মত আয়োজিত হতে যাচ্ছে বিসাগ সেমিনার -২০১৭। আসছে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর,২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসাগের তরফ থেকে দুইটি সেমিনার।

সেমিনারে বক্তব্যরত আদনান সাদেক ২৯শে ডিসেম্বর,২০১৭

সেমিনারে আগত শিক্ষারথীদের একাংশ ২৯ ডিসেম্বর,২০১৭

বিসাগ সেমিনার – ২৬শে ডিসেম্বর ২০১৪,রুয়েট,রাজশাহী
সেমিনারে প্রধানবক্তা হিসাবে থাকবেন বিসাগ প্রতিষ্ঠাতা,সেচ্ছাসেবী এবং এডমিন আদনান সাদেক।জার্মানিতে আবেদনের প্রক্রিয়া, ক্যারিয়ার, ভাষা,জীবন ব্যবস্থা ইত্যাদি সর্ম্পকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবে আদনান সাদেক।
২৬শে ডিসেম্বর,২০১৭ – ইউনাইটেড ইন্যারন্যাশনাল ইউনিভার্সিটি
বেলা ৩-৬ টা
অনলাইন রেজিস্ট্রেশন
ফেসবুকের ইভেন্ট পেইজ
২৭শে ডিসেম্বর,২০১৭ – আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
বেলা ১ – ৪ টা
অনলাইন রেজিস্ট্রেশন
ফেসবুক ইভেন্ট পেইজ
#BSAAG_Admin_Notice
#BSAAG_News
#BSAAG_Seminar
#BSAAG_Info_Session
#BSAAG_Volunteers
লেখকঃ গোলাম সারোয়ার
বিবিএস(অর্নাস),এমবিএস(মার্স্টাস)
ফাইন্যান্স এন্ড ব্যাংকিং,জাতীয় বিশ্ববিদ্যালয়
ঢাকা,বাংলাদেশ।
Latest posts by Golam Sarowar (see all)
- জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বিসাগের সেমিনার,২০১৭ - December 21, 2017
- “জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার”বিসাগ সেমিনার,ডিসেম্বর,২০১৭ - December 16, 2017
- আঞ্চলিক বৃত্তি কর্মসূচির উপর (DAAD) ডাডের লাইভ ওয়েবিনার। - November 6, 2017