জার্মানিতে ব্লক একাউন্টের টাকা পাঠানো যাচ্ছে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই!
গত কয়েক মাস ধরে বাংলাদেশে জার্মান এম্বাসির নতুন নিয়মের কারনে হয়তো অনেকেই ব্লক একাউন্টের টাকা পাঠাতে পারেন নি। অনেকে হয়তো ভয়তেই আর চেস্টাও করেন নি। তবে আজ আমি সফল ভাবে আমার ব্লক একাউন্ট এর টাকা “ Deutsche Bank “ এ ট্রান্সফার করলাম। এত সহজ অথচ এর জন্য আমার মাথার ঘাম পায়ে পড়ছে । তাই আপনাদের সাথে শেয়ার করছি । যাতে সহজেই কর্ম হাসিল করতে পারেন।
আমি ঢাকা শহরের এমন কোন ব্যাঙ্ক নেই যে যেতে বাদ রেখেছিলাম । প্রথমে গিয়েছিলাম ব্র্যাক ব্যাঙ্কে। তারা আমাকে ১ থেকে ১.৫ মাস লাগবে বলেছে । এই রকম আরও কিছু ব্যাঙ্কে গেলাম । সবাই হাইকোর্ট-জজকোর্ট দেখাইল । পরে কাঙ্খিত সমাধান পেলাম NCC Bank & DHAKA Bank এ । তারা ২-৩ দিনের ভিতর টাকা পাঠাতে পারবে। আপনারা এই দুই ব্যাঙ্কের যেকোনো AD ব্রাঞ্চে যোগাযোগ করবেন । দয়াকরে আমি কোন ব্রাঞ্চে করছি এই প্রশ্ন করবেন না । করলেও লাভ নাই । আমি কিছুই বলুম না „
ব্যাঙ্কে আপনাকে ৪ টা ডকুমেন্ট দেখাতে হবে । যাবার সময় এই ডকুমেন্ট গুলো প্রস্তুত করে সাথে নিয়ে যাবেন ।
১ । এমব্যাসির স্টুডেন্ট ভিসার রিকোয়ারমেন্ট লিস্ট পেজ (ব্লক একাউন্ট এর ব্যপারে যে লাইন আছে ওই লেখা টা মার্কার দিয়ে দাগ দিয়ে নিয়ে যাবেন পারলে)
২। Deutsche Bank এর একাউন্ট খোলার ফর্মের প্রথম দুই পেজ ( ২য় পেজে রিফান্ড পলিসি টা মার্কার দিয়ে দাগ দিয়ে নিয়ে যাবেন পারলে)
৩ । Deutsche Bank এর একাউন্ট ডিটেলস ।
৪ । আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন! সেই- ভার্সিটির অফার লেটারটা প্রিন্ট করে করে সাথে নিয়ে যাবেন ।
প্রথমে আপনার সংশ্লিষ্ট ব্যাঙ্কে একাউন্ট খুলতে হবে । তার পর স্টুডেন্ট ফাইল খুলতে হবে । স্টুডেন্ট ফাইল ওপেন করার চার্জ সাধারনত ৩০০০ থেকে ৫০০০ টাকার ভিতর হয়ে থাকে। স্টুডেন্টস ফাইল খোলা হলে আপনার টাকা পাঠানোর সব রেডি । এখন শুধু টাকা জমা করবেন বাকিটা, ব্যাংক সব ট্রান্সফার কমপ্লিট করে একটা সুইফট ট্রান্সজেক্সন এর পেপার দিবে আপনাকে।
আমি খুব শীঘ্রই আর একটা অল্টারনেটিভ সল্যুশন দিব ওইটাতে এত ফর্মালিটি লাগবে না ।
সকলের জন্য শুভ কামনা ।
লেখক-
আল কাফি খান
ইন্টারনেট টেকনোলজি & ইনফরমেশন সিস্টেম
ইউনিভার্সিটি অফ হ্যনোভার
আমার ২৮ তারিখ ভিসা ইন্টার্ভিউ । সকলের কাছে দোয়া কামনা করছি
Latest posts by Shafiq Rahaman (see all)
- জার্মানিতে উচ্চশিক্ষা বিসাগ তথ্যশালা ধানমন্ডি লেক। ১২ই আগস্ট, ২০১৭। - August 5, 2017
- ডয়েচে ব্যাংকের ব্লক একাউন্ট ওপেনিং ফর্ম পূরণে ব্যাংক স্টেটমেন্ট বিভ্রান্তি নিয়ে কিছু তথ্য! - September 4, 2016
- ভিসা ইন্টারভিউ অভিজ্ঞতা। শাহী রায়হান সাজু, ২০১৬ - August 31, 2016
There is One Comment.
Pingback: জার্মানিতে পড়তে যেতে ইচ্ছুক ??? অথচ এ ব্যাপারে কিছুই জানেন না ?? শুরু করুন। | বিসাগ (www.BSAAGweb.de)