ব্যাচেলরের যত কথা …
ডিপ্লোমা প্রবলেম এবং কোর্স চেঞ্জ (বিবিএ-ইঞ্জিনিয়ারিং) সহ
পরবর্তী পোষ্ট (COMING SOON): ইংরেজী মাধ্যমে ব্যাচেলর (কোর্স, ভার্সিটি ইত্যাদি)
বিসাগ গ্রুপে প্রায় ৩৩০০০ সদস্য আছে, এর মধ্যে যারা ২০১৪-র এইচ.এস.সি ব্যাচ বা যারা ব্যাচেলর করতে জার্মানীতে যেতে চায় তাদের কিছু কমন প্রশ্ন আছে। আমি সাধারণত ব্যাচেলর সম্পর্কিত প্রশ্নের উত্তর বেশী দিয়ে থাকি। তো বিভিন্ন সময় প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখেছি একই রকম প্রশ্ন বারবার করা হয় বা তথ্য গুলোর ভেতর গোলমাল পাকিয়ে ফেলা হয়।
এই যেমনঃ
১. ব্যাচেলর কোর্সে যোগ্যতা কি?
ব্যাচেলর কোর্সে যেতে হলে দুই ভাবে যাওয়া যেতে পারে। প্রথমটি হল আইএলটিএস করে আর অন্যটি হল জার্মান ল্যাঙ্গুয়েজের বি১ ধাপ শেষ করে।
যারা জার্মানীতে ইংরেজী মাধ্যমে পড়তে চায় তাদেরকে আইএলটিএস করতে হবে। এক্ষেত্রে স্কোরের কোন সীমাবদ্ধতা নেই। ভার্সিটির রিকুয়ারমেন্ট ৫-৫.৫ হতে পারে । তবে এম্ব্যাসী রিকুয়ারমেন্ট ভিন্ন। ৬-৬.৫ স্কোরে ভিসা পাওয়ার সম্ভবনা বেশী। তবে কেউ যদি ৫.৫ স্কোরে ভিসা ইন্টারভিউ দেয় তবে সেটা তার নিজ দায়িত্বে বা নিজ রিস্কে দিতে হবে।
অন্যদিকে যারা জার্মান মাধ্যমে পড়তে যেতে চায় তাদেরকে বি১ শেষ করতে হবে। শেষ করার অর্থ হল বি১ লেভেল পাশ করতে হবে।
২ ডিপ্লোমা সমস্যাঃ
ভাই, আমি এস এস সি-র পর ৪ বছরের ডিপ্লোমা কোর্স করেছি আমি কি ব্যাচেলরে সুযোগ পাব?এই প্রশ্নের সোজাসাপ্টা উত্তর হল “না”। কারণ আপনার এই ৪ বছরের কোর্সটা কে জার্মানিতে ৩ বছর হিসাব করা হয়। তার মানে আপনাকে ষ্টুডেনকলিগ করতে হবে। তবে যদি ১ বছর ব্যাচেলর করতে পারেন তাহলে সরাসরি ব্যাচেলর করতে পারবেন।
৩. সরাসরি ব্যাচেলরে পড়া যাবে কি না?
বাংলাদেশে আমরা ইন্টার পাশ করি ১২ বছরে। কিন্তু জার্মানীতে সেটা ১৪ বছর লাগে। এই ব্যাপারটা সমান করার জন্য যারা এইচ এস সি পাশ করে যেতে চায় তাদের ওখানে গিয়ে ষ্টুডেনকলিগ নামে ১ বছরের (২ সেমিষ্টার) একটি কোর্স করতে হয়। এই কোর্সটা সম্পূর্ণ জার্মান ভাষায় করতে হয় এবং পরীক্ষার প্রশ্নও হয় জার্মান ভাষায় । এজন্য বি১ লেভেল পর্যন্ত লাগবেই । এখানে একটি ব্যাপার হল ষ্টুডেনকলিগ পাশ করার থেকে কঠিন হল এই কোর্সে চাঞ্চ পাওয়া। চাঞ্চ পাওয়ার পরীক্ষা মাত্র দুই বার দেওয়া যায়। তাই পুরোপুরি প্রস্তুতি ছাড়া এই পরীক্ষা দেওয়া উচিত না। একটা কথা বলে রাখা ভালো, কেউ যদি ৯,১০ এবং ইন্টার ফার্ষ্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ভালো ভাবে পড়ে থাকে আবারো বলছি ভালো ভাবে পড়ে থাকে তবে সে ভালোভাবে চাঞ্চ পেয়ে যাবে। এই ব্যাপারে আরো বিস্তারিত পাওয়া যাবে http://bsaagweb.de/studienkolleg/
কেউ কেউ প্রশ্ন করে বি১ শেষ করলে কি ষ্টুডেনকলিগ লাগবে কি না? তাদের জন্য বলছি বি১ বা আইএলটিএস এর সাথে ষ্টুডেনকলিগের কোন সম্পর্ক নেই।
৩. ভাই আমি বাংলাদেশে বিবিএ পড়েছি ২ বছর, আমি কি ইঞ্জিনিয়ারিং পড়তে পারব?
বাংলাদেশে যেকোন ভার্সিটিতে যদি আপনি দুই বছর কম্পিউটার সাইন্স পড়েন তবে জার্মানিতে এই রিলেটেড সাবজেক্ট যেমনঃ ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল এই সাবজেক্ট গুলো পড়তে পারবেন। এককথায় দুইটা সাবজেক্টে মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে? বিবিএ থেকে যদি ইঞ্জিনিয়ারিং-এ আসতে চান বা মিল নেই এমন সাবজেক্টে চেঞ্জ করতে চান তবে আপনাকে ষ্টুডেন্টকলিগ করতে হবে। নির্দিষ্ট গ্রেড পেলেই আপনি ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
৪.যেতে বা যাওয়ার আগে খরচ কেমন হবে?
এই প্রশ্নের উত্তরে বলা যায় জার্মানীতে যেতে বিমান ভাড়া ছাড়া আর কোন টাকা লাগবে না। তবে এখানে একটা কথা আছে। আপনি পড়তে যাওয়ার আগে ৮০৪০ ইউরো ব্লক করতে হবে। যাওয়ার পর এই টাকা প্রতি মাসে ৬৫৯ ইউরো করে ১ বছরে পুরোটা ফেরত পাবেন। যদি না যেতে পারেন তাহলেও ফেরত পাবেন বিস্তারিত পাবেন আমাদের ওয়েবসাইটে । এছাড়াও সবকিছু মিলিয়ে খুব বেশী হলে ২০ হাজার টাকা খরচ হতে পারে।
৫.ষ্টুডেন্ট জব পাওয়া যাবে কি না বা কেমন জব পাওয়া যাবে?
আমার একটা প্রশ্নের উত্তর দেন, মনে করেন আপনি আমেরিকা থেকে বাংলাদেশে পড়তে আসবেন । পার্ট টাইম জব পেলেন কোন সুপার শপে । এখন আপনি বাংলা জানেন না আর আমি গিয়ে বললাম ২ কেজি চাউল দেন আর আপনি দিলেন ২ কেজি ডাউল। আপনার চাকরী কি থাকবে? জার্মানীতেও ঠিক একই রকম। ভাল জার্মান জানলে আপনি সহজেই ভালো জব পাবেন। এবং ঘন্টায় ৮-৮.৫ ইউরো করে পাবেন। এভাবে সপ্তাহে ২০ ঘন্টা জব পারমিট পাবেন এবং মাসে ইনকাম হবে ৫৫০-৬০০ ইউরো। এই টাকায় খুব ভালো ভাবে মাস চলে যাবে যদি আপনার নিয়মিত বার বা ডিস্কোতে যাওয়ার অভ্যাস না থাকে।
৬.কোথায় ভাষা শিখব?
ভাষা শেখার জন্য কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান নেই । আপনি বাসায় বসে ইউটিউব থেকে বা আমাদের গ্রুপ https://www.facebook.com/groups/deutsch.bsaag/ থেকে শিখতে পারেন। তবে একটা কথা আপনি যদি মঙ্গল গ্রহ থেকেও ভাষা শিখে আসেন তবুও পরীক্ষাটা কিন্তু গোয়েথেই দিতে হবে। http://www.goethe.de/ins/bd/en/dha.html
চাইলে এখানেও ভর্তি হতে পারেন। তিন মাস পর পর ষ্টুডেন্ট ভর্তি করায়। সামনে ১লা মার্চে আবার নতুন সেমিষ্টার। ২০,০০০ টাকা লাগবে ভর্তি হতে পারেন।
পুনশ্চঃ এখন আমি আমার ছোট ভাই-বোন বা সমবয়সীদের কে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছি এরকম যদি আমাকে কেউ সাহায্য করত তাহলে আমি আরো ৬ মাস আগেই জার্মানীতে থাকতাম। সবার কাছে একটা অনুরোধ আজ এই মূহুর্ত থেকে জার্মান ভাষা শিখতে শুরু করেন না হলে আমার মত কপাল চাপড়াবেন আর আফসোস করবেন।
ব্যাচেলরের যাবতীয় তথ্য নিয়ে একটা আর্টিকেল লিখতেছি। সময়ের অভাবে শেষ হচ্ছে না। শেষ হলেই সাইটে আপ/গ্রুপে আপ করে দেব।
#BSAAG_Higher_Study_in_Germany
#BSAAG_Bachelors
#BSAAG_FAQs
#BSAAG_German_Language_Requirements
#BSAAG_Student_Job
#BSAAG
লিখেছেন ঃ Arefin Antu
সোর্স ঃ https://www.facebook.com/groups/bsaag.reloaded/permalink/676541275789598/
Ariful Islam
Latest posts by Ariful Islam (see all)
- ছোটবেলা থেকেই যে স্বপ্ন ছিল- একদিন বিদেশ যাব - April 11, 2016
- বিদেশে পড়াশুনা করার শানেনজুল By Amit Imtiaz - March 3, 2016
- ভার্সিটিতে ভর্তি এর সময় কাগজপত্র পাঠাতেকুরিয়ার সার্ভিস - October 12, 2015