জার্মানিতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন বিসাগ প্রতি বছরই জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে সেমিনার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছরও দুটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে এ সংগঠনটি। উভয় সেমিনারেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিসাগের প্রতিষ্ঠাতা আদনান সাদেক। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনের পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি। এবারের প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে রাজধানীর..
বিসাগ সেমিনার – ডিসেম্বর,২০১৭ বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে শিক্ষিত তরুন সম্প্রদায়ের নিকট জার্মানি উচ্চশিক্ষার জন্য একটি লোভনীয় জায়গায় বলে গন্য হচ্ছে।অথচ নিকট অতীতেও জার্মানি সর্ম্পকে আমাদের দেশের উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে এত প্রবল আগ্রহ ও উদ্দীপনা ছিলো না। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার বিশেষত আমেরিকা,অস্ট্রেলিয়া,কানাডা,নিউজিল্যান্ডেের প্রতি আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের এক ধরনের দুর্বলতা কাজ করে আসছে..