ডাড (DAAD) স্কলারশীপ ২০১৮
স্বপ্নের জার্মানিতে পড়তে যাওয়া অনেকের স্বপ্নেই থেকে যায় শুধুমাত্র ব্লক একাউন্ট নামক বিশাল বাধার প্রাচীরের নিকটে এসে।এজন্য অনেক অসহায় ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা হলো স্কলারশীপ।জার্মানিতে আর্ন্তজাতিক পর্যায়ের ছাত্রছাত্রীদের পড়াশুনার সুযোগ তৈরি করে দিতে ডাড (DAAD) প্রতি বছর দিয়ে থাকে স্কলারশীপ।এই স্কলারশীপ একদিকে যেমন সম্মানের,অন্যদিকে আর্ন্তজাতিক পর্যায়ের ছাত্রছাত্রীদের ব্লক একাউন্টের ঝামেলা থেকেও রেহাই দিয়ে থাকে।তাই ডাড (DAAD) স্কলারশীপের প্রতি রয়েছে ছাত্রছাত্রীদের বিশেষ দূর্বলতা।প্রতি বছরের ন্যায় এই বছরও ডাড (DAAD) আর্ন্তজাতিক ছাত্রছাত্রীদের জন্য স্কলারশীপের ঘোষনা দিয়েছে।
জার্মানিতে পড়তে যেতে স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয়তা
ডাড এর সেমিনার। সকলের জন্য উন্মুক্ত। তারিখ- ২রা মে, ২০১৫
DAAD-Scholarships for Professionals
শিক্ষার মান + স্বল্প খরচ = জার্মান বিশ্ববিদ্যালয়
কাদের জন্য?…
মার্স্টাস এবং পিএইচডি স্টুডেনদের জন্য।
আবেদনের সময়সীমাঃ
৩১ শে অক্টোবর,২০১৭
কি কি সুবিধা থাকছে?
মার্স্টাস স্টুডেনদের জন্য মাসিক ৭৫০ ইউরো ভাতা এবং পিএইচডি স্টুডেনদের জন্য মাসিক ১০০০ ইউরো ভাতা থাকছে।
আর কি কি থাকছে?
ইনসুরেন্স,যাতায়ত ভাতা এবং গবেষনা ভাতা।
#BSAAG_DAAD_Publications
#BSAAG_Cost_and_Funding
#BSAAG_Scholarship
#BSAAG_Masters
#BSAAG_PhD
লেখকঃ গোলাম সারোয়ার
বিবিএস(অর্নাস),এমবিএস(মার্স্টাস)
ফাইন্যান্স এন্ড ব্যাংকিং,জাতীয় বিশ্ববিদ্যালয়
ঢাকা,বাংলাদেশ।
Latest posts by Golam Sarowar (see all)
- জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বিসাগের সেমিনার,২০১৭ - December 21, 2017
- “জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার”বিসাগ সেমিনার,ডিসেম্বর,২০১৭ - December 16, 2017
- আঞ্চলিক বৃত্তি কর্মসূচির উপর (DAAD) ডাডের লাইভ ওয়েবিনার। - November 6, 2017